| |
               

মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ  ৮ মার্চ হিজাব দিবস পালন করা সঠিক : তাহের আশরাফী


 ৮ মার্চ হিজাব দিবস পালন করা সঠিক : তাহের আশরাফী


জসিম উদ্দীন     01 March, 2022     07:04 PM    


পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ প্রতিনিধি হাফিজ তাহির আশরাফি বলেছেন, ৮ মার্চ হিজাব দিবস এবং নারী মার্চ উভয়ই উদযাপন করা সঠিক ছিল। গত বছর নারী মিছিলকারীদের কিছু প্ল্যাকার্ডে শরীয়াহ বিষয়ে সমস্যা ছিল। আ (১ মার্চ) মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন। 

তাহির আশরাফী বলেন, যুক্তরাজ্যে আইন থাকার কারণে মানুষ মানহানির মামলা নিয়ে আদালতে যায়।মানুষের মর্যাদা রক্ষায় আইন থাকা উচিত।মানুষের মানহানীর আইন আরো কঠোর হওয়া উচিত। আমি হজ্বে থাকাকালীন আমার সম্পর্কে মদ নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হয়েছিল।

তিনি আরো বলেন, যারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তারা নিজেরাই অবিশ্বাসের শিকার।বিরোধীদের দেওয়া সমস্ত তারিখের সাথে ২০২৩ সালকেও যুক্ত করে রাখুন। পাকিস্তানের মালিক সব পাকিস্তানি, সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ সেটি আপন স্থানে কিন্তু সবাই পাকিস্তানি। পাকিস্তানের বার্তা হলো, নিজ ধর্ম ছাড়ো না, কারো ধর্ম স্পর্শ করো না, পাকিস্তানের ঘোষণা হলো, বাঁচো আর বাঁচতে দাও।